চরের জমি ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রথম প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে। বিদ্যুৎ বিভাগের তরফ থেকে দাবি করা হচ্ছিল অকৃষি খাস জমি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি চরাঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। তবে, এতদিন এই প্রক্রিয়া শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই প্রথম যা আলোর মুখ দেখছে।...