বলিউডে এবার Samsung Galaxy M31-এর MegaMonster ঢেউ! জীবনের সেরা ট্যুরে পরিণীতি চোপড়া
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬
news: Mega Monster লঞ্চ হওয়ার ঠিক কয়েক প্রহর আগেই সেই পরিণীতিকেই পাখির চোখ করে বসে Samsung। সঙ্গে সঙ্গেই এই বলি ডিভার কাছে উপহার হিসেবে পৌঁছে যায় Samsung Galaxy M31। আর এমনতর সুযোগ হাতে আসতেই খুশিতে আত্মহারা হয়ে যান পরিণীতি চোপড়া। জীবনের সবথেকে যে জরুরি ট্রিপের প্ল্যান ছকে রেখেছিলেন পরি, বেরিয়ে পড়লেন তারই উদ্দেশ্যে। জানেন কোন সে জায়গা?