বড়লেখায় নজরুল একাডেমির উদ্যোগে দিনব্যাপী বইমেলা ও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। মেলায় নানা শ্রেণি-পেশার মানুষের ছিল ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। আগে থেকেই সাজিয়ে রাখা বইয়ের স্টলের সামনে ভিড় করেন লোকজন। এসেছেন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা। তারা নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য কিনে নিয়েছেন বই। সকালে মেলা উদ্বোধন করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দী। উপজেলা পরিষদের…