করোনা মহামারির কারণে ঘরবন্দী নায়িকারা কাজ শুরু করছেন। প্রায় সাত মাস বিরতির পর নভেম্বর মাসে সিনেমার শুটিংয়ে ফিরেছেন জয়া আহসান, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি। করোনার আগেও তাঁদের ছিল নানামাত্রিক কর্মব্যস্ততা। সেই ব্যস্ততায় বাদ সাধে করোনাভাইরাস। একে একে বন্ধ হতে থাকে শুটিং। ঢালিউডের এই অভিনেত্রীরা এখন করোনাকালীন সতর্কতা মেনে শুটিং শুরু করেছেন।