শীত শুরু হতে না হতেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।আবারও লকডাউন দেওয়া হবে কি না, সেই প্রশ্নে কাদের বলেন, “পুরো লকডাউন আসলে সম্ভব নয়, পাকিস্তানতো পারেনি, ভারত পারছে না।“রোজ রোজ সংক্রমণ বাড়ছে, কাজেই এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”