ব্রাহ্মণবাড়িয়ায় ২০১ বোতল ফেন্সিডিল, ৩৬ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার‘সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- শামীম ভূইয়া (২৮)।
ভৈরব র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকা থেকে মাদকসহ একজনকে আটক করা হয়েছে।