সৌরভ কুমার ঘোষ: তাপ সহনশীল, মরিচা প্রতিরোধকারী ও কম সেচে অধিক ফলনের প্রচারণায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র ও কৃষি অধিদপ্তর বারী গম-২৮ কর্তন ও মাঠ দিবস উদ্যাপন করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের …